বিয়ানীবাজারে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগ- শেওলা স্থলবন্দর সড়কে মালবাহি ট্রাকের চাপায় স্থানীয় বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে দুবাগ ইউপির সাদিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত বাইসাইকেল আরোহী কিশোর ইমন আহমদ (১৬) দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে বিয়ানীবাজার থানায় খবর দেয়, খবর পেয়ে বিয়ানীবাজার থানার একটি দল ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শেওলা-সুতারকান্দি সড়কের বাইসাইকেল চালক কিশোর ইমন আহমদকে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। পরে ঘাতক ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কিশোর ইমন আহমদ। এই দুর্ঘটনার পর পর পালিয়ে যান ঘাতক ট্রাকের চালক।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় দুর্ঘটনায় কিশোর নিহতের তথ্য নিশ্চিত করেছেন।