বিয়ানীবাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভীড়

মহসিন রনিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বৃহৎ পর্যটন কেন্দ্র গুলো যেখানে বন্ধের নির্দেশনার পর বন্ধ রয়েছে। সেখানে বিয়ানীবাজারে ঈদের তৃতীয় দিনে স্থানীয় শেওলা ইউনিয়নের একটি পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। মালিকানাধীন এই বাড়িটি শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে অবস্থিত হলেও বাড়িটি অনেকটা দৃষ্টি নন্দন হওয়াতে শুরু থেকেই এখানে সৌন্দর্য উপভোগ করতে সাধারণ মানুষ ছুটে আসেন। তবে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সব ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। তবে স্থানীয় পর্যায় বিয়ানীবাজার অঘোষিত একটি পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন লোক সমাগম নতুন করে ভাবাচ্ছে স্বাস্থ্য সচেতনদের।
দর্শনার্থী আব্দুল্লাহ আল জুনেদ নামের একজন বলেন, দীর্ঘ দিন পর একটু সুন্দর সময় কাটাবার জন্য বের হয়েছি,আবার চলে যাবো।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে অবগত হয়েছি, আমরা বিষয়টি দেখছি কি করা যায়।