এবারও সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করছে দেশবাসী

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যে এবারও সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করছে দেশবাসী। ঈদে প্রতি বছর যে উৎসবের আমেজ থাকে, গতবারের মতো এবার তা অনুপস্থিত। ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশনা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেন। ভাষণে ঈদ উদযাপন যেন করোনা ছড়ানোর উপলক্ষ্য না হয়, সেদিকে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে, সব ভেদাভেদ ভুলে, ঈদ আনন্দ ভাগাভাগির কথা বলেন প্রধানমন্ত্রী।
ঈদ মানে প্রতিবেশীদের নিয়ে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া। নাড়ির টানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্র হওয়া। নতুন জামাকাপড় পরা। কিন্তু এবার সেই অনাবিল আনন্দের আবহ নেই। খুশির জোয়ারও নেই। করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন।
ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীর বাড়িতে যাতায়াত ও খাওয়াদাওয়ার সেই রেওয়াজও পালিত হবে না এবার। নতুন জামাকাপড় কেনেনি অনেকেই। ঈদের মেলা নেই কোথাও। প্রতিবছর শাড়ি মেলা, পাঞ্জাবি মেলাসহ বিভিন্ন প্রকার মেলা বসে ঈদ ঘিরে। ছেলে-মেয়ে নিয়ে অনেকেই যায় বিনোদনকেন্দ্রে। এবার সেটাও বন্ধ। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে মেলে ধরতে অনেকে ছুটে যায় পর্যটনকেন্দ্রে। কিন্তু এবার দেশের পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ রয়েছে। সেখানে যাওয়ারও উপায় নেই।
এবারের ঈদ বেশিরভাগ মানুষ ঘরেই উদযাপন করছেন। তবে সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা সরাসরি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও অনেকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পর কুশল বিনিময় করছেন, আত্মীয়-স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। বস্তুত করোনার কারণে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ঈদ উদযাপন চিত্র ছিল প্রায় অভিন্ন। এবারও সবাই ভিন্ন রকম পরিবেশে ঈদ উৎসব পালন করছেন।
স্বাস্থ্যবিধিতে শরিয়তের বিধানের কোনো বিরোধ নেই
শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ সাংবাদিকদের বলেন, ঈদের নামাজের ক্ষেত্রে সরকার যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলেছে তার সঙ্গে শরিয়তের বিধানের কোনো বিরোধ নেই। স্বাস্থ্যবিধি অনুসরণ করলে আল্লাহ সবাইকে হেফাজত করবেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে। আল্লাহ সহায় হলে এ মহামারি একদিন পৃথিবী থেকে বিদায় নেবে। যেহেতু এবারের ঈদেও করোনার প্রকোপ রয়েছে সেহেতু স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখলে, দুর্যোগের মেঘ কেটে গেলে আগের মতোই ঈদ উৎসব উদযাপন করতে পারব।
এবারের ঈদের চাঁদ নিয়ে উত্তেজনা কেন কম ছিল
প্রতিবছর চাঁদ নিয়ে একটা উত্তেজনা থাকে। নানা কৌতুহল থাকে ঈদের চাঁদকে ঘিরে। কিন্তু এ বছর সেই কৌতুহল অনেকাংশেই কমে গিয়েছিল। কারণ, আন্তর্জাতিক গণমাধ্যমে সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের সদস্য এবং দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া বলেছেন, সৌদি আরবে এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে।
জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে সৌদি আরবে এবারের ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। এতদিন ধরে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হতো সেখানে।
যেহেতু সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ হয়, সেহেতু বাংলাদেশের ঈদ শুক্রবার হবে-এ সমীকরণটাই সবার সামনে ছিল। এজন্য চাঁদ নিয়ে কৌতুহল অন্য বছরের তুলনায় অনেকাংশে কম ছিল।
এদিকে রাজধানী ঢাকার মিরপুর এবং আশেপাশের এলাকাগুলোর বেশ কয়েকটি মসজিদে দেখা যায় যে, সামাজিক দূরত্ব বজায় রাখতে মসজিদের ভেতরে জায়গা না হওয়ার কারণে অনেকেই রাস্তায় বসে ঈদের নামাজ আদায় করেছেন। কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি। প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন।
তবে একটি জামাত শেষে অন্য আরেকটি জামাতের জন্য মুসল্লিদের মসজিদ থেকে বের হওয়া এবং প্রবেশের সময় বেশ ভিড় তৈরি হতে দেখা গেছে।
রাজধানীর পূর্ব শ্যাওড়া পাড়া বাইতুস সালাম জামে মসজিদের বাইরেও মানুষ ঈদের নামাজ পড়তে শামিল হয়। প্রথমদিকে সামাজিক দূরত্ব বজায় রাখলেও সারির শেষ দিকে এটা সম্ভব হয়নি। নামাজ শেষে একসঙ্গে মিলেমিশে সবাই একাকার হয়ে যান।
যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সুশৃংখলভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান। সাথে সব ধরণের স্বাস্থ্য বিধি মেনে চলার কথাও বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এ বছর আমরা সশরীরে পরস্পরের সাথে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয়স্বজনের খোঁজখবর নেব।