বিয়ানীবাজার দাসগ্রামে প্রতারক চক্র আটক, নগদ টাকা ও মোবাইল নিয়ে উধাও বাকিরা!

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের দাস গ্রামের আলতাফ হোসেনের সামিরা ষ্টোর থেকে নগদ ৪২ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে পালাবার সময় তিনজন নারীকে আটক করে স্থানীয় জনতা। তবে ঐ প্রতারক চক্রের সাথে থাকা তিন পুরুষ মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায় এক সময় স্থানীয়রা তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহুর্তে দাসগ্রামের সামিরা ষ্টোরে দল বেধে পূর্ব পরিকল্পিত ভাবে এক দল প্রতারক চক্র হানা দেয়। এ সময় দোকানে থাকা ব্যাবসায়ীকে তারা নানা পণ্য কিনতে ব্যাস্ত রেখে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নিয়ে যায়। টাকা ও মোবাইল নিয়ে তিনজন পুরুষ সিএনজি করে পালিয়ে গেলেও তিনজন নারীকে আটক করে তারা পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় বিয়ানীবাজার থানা থেকে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তিনজন মহিলা এক শিশুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো ঘটনা জানা যাবে।