বিয়ানীবাজারে ফুটপাত দখল নিয়ে লুকোচুরি, অতিষ্ঠ পৌরবাসী

মহসিন রনি ঃ বিয়ানীবাজার পৌরশহরের মধ্য বাজারে ফুটপাত দখল নিয়ে যেন চলছে লুকোচুরি কখনো দখলে আবার কখনো উচ্ছেদ। সব মিলিয়ে এই লুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বিয়ানীবাজার পৌরসভার কয়েক হাজার সচেতন নাগরিক। রাস্তা দিয়ে চলাচলে যেমন অস্থায়ী ফুটপাত দখলে যান চলাচলে যেমন সমস্যা দেখা দিয়েছে তেমনি সাধারণ মানুষ চলাচলে বাধাসৃষ্টি করছে এ সব অস্থায়ী সবজি বাজার।
বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে ধারাবাহিক ভাবে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও সেই আবার ঘুরে ফিরে ফুটপাত ব্যাবসায়ীদের দখলে। তবে বেশিভাগ ক্ষেত্রে পৌর শহরে ভাসমান এসব ব্যাবসায়ীদের সাথে স্থানীয় কিচেন মার্কেটের কিছু ব্যাবসায়ী ফুটপাতে সবজির পসরা সাজিয়েছেন।
সরেজমিনে দেখা যায়,বিয়ানীবাজার পৌর কিচেন মার্কেটের তুলনায় সড়কের পাশে ফুটপাতে বেশিরভাগ ব্যাবসায়ীরা পসরা সাজিয়েছেন। বিগত কয়েক বছর থেকে এমন লুকোচুরিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরসভার নাগরিকবৃন্দ। এ ছাড়াও পচা দুর্গন্ধ সহ যানজটের অন্যতম কারন হয়ে দাঁড়িয়েছে এই ফুটপাত দখল।
করিম আহমেদ নামের এক সবজি ব্যাবসায়ী প্রতিবেদককে বলেন, আমরা কিচেন মার্কেটে বেচাকেনা না হওয়ায় সাময়িক সড়কের পাশে এসেছি,আবার চলে যাবো। এ ছাড়াও ভ্যান দিয়ে যারা বিক্রি করেন তাদের কাছ থেকে কিনে ক্রেতারা ক্রয় করে আর কিচেন মার্কেটে যান না বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত।
এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছয়ফুল আলম ঝুনু বলেন, আমরা নানা সময় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছ।আমাদের মেয়র দেশের বাহিরে রয়েছেন তিনি দেশে ফেরার সাথে সাথে আমরা বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত নেব।