জুড়ী
জুড়ীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টায় উপজেলার ফুলতলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চা বাগানের শ্রমিক শ্যামল ভুমিজের মেয়ে টিপু ভূমিজ (১৩) এবং একই বাগানের নন্দ ভুমিজের ছেলে রমণ ভূমিজ (২৭)।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম রওশন বলেন, সকালে টিপু ভূমিজ ও রমণ ভূমিজ ঘরের বাইরে ছিল। ওই সময় প্রচণ্ড বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে।