বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইফতারের পূর্বে ভীড় যানযট, উপেক্ষিত স্বাস্থ্য বিধি

নিজস্ব প্রতিবেদক: রমজাম মাস উপলক্ষে প্রতিদিন মুসলমানরা ইফতার সামগ্রী কিনতে বাজারে ভীড় জমান। তবে গত বছর লকডাউনে সেই ভীড় সীমিত থাকলেও এ বছর লকডাউনে আর সীমিত রইছে না সেই ভীড় ইফতারের পুর্বে শহরে কোথাও নিশ্বাস ত্যাগ করা কষ্ট সাধ্য হয়ে পড়ে সাধারণ মানুষের জন্য। ইফতার সামগ্রী কিনতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না সেই সাথে মাস্ক ব্যাবহারে ” যেই লাউ সেই কদু ” স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে রমজান মাসে সাধারণ মানুষের এমন চলাফেরা ভাবাচ্ছে চিকিৎসকদের।

ইতিমধ্যে করোনা ভাইরাসে বিয়ানীবাজার উপজেলা এক বছরে আক্রান্তের সংখ্যা পাঁচশত অতিক্রম করেছে। সেই সাথে গতকাল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মাথিউরা ইউনিয়নে এক মহিলার মৃত্যুর পরও করোনাকে ভয় পাচ্ছে না এই উপজেলার মানুষ।

সরেজমিনে দেখা যায়, বিয়ানীবাজার পৌর শহরের রেস্টুরেন্ট গুলোতে স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক ছাড়াই ইফতার সামগ্রীর জন্য ভীড় জমাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের বক্তব্যের যুক্তি আছে তারা বলছেন স্বাস্থ্যবিধি মানার কথা তারা ক্রেতাদের বললেও ক্রেতারা শুনতে নারাজ। এ অবস্থায় প্রশাসনের তদারকির বিকল্প নেই বলে মনে করছেন অনেকেই।

Back to top button