বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ৮০ টাকা কেজিদরে তরমুজ, ১৫-২০টাকায় ১টি কলা

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে কেজিতেও বিক্রি হচ্ছে মৌসুমী ফল তরমুজ, প্রতিকেজি তরমুজ বিক্রি করতে ৮০ টাকা হাকাচ্ছেন ব্যবসায়ীরা, বিয়ানীবাজার পৌরশহরে কেজিতে তরমুজ বিক্রির নতুন ট্রেন্ডে ক্রেতারা অতি আশ্চর্যিত! রামাদ্বানে দুধ-কলা অত্যাবশকীয় থাকায় ১টি কলা প্রায় ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

গরমের দিনের সবার প্রিয় ফল তরমুজ। মিষ্টি পানীয় জাতের এ ফল খেলে মানুষের তৃষ্ণা মেটান। পবিত্র রামাদ্বান মাসে তীব্র গরম থাকায় তরমুজের চাহিদা থাকায় সারাদেশের ন্যায় প্রবাসী অধ্যুসীত বিয়ানীবাজারে হুহু করে বেড়েছে এই ফলের দাম। রামাদ্বানের আগে প্রতি পিস যেখানে ১০০-২০০ টাকায় বিক্রি হয়েছে এখন সেগুলো ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন ব্যবসায়ীরা পিস হিসাবে তরমুজ বিক্রি না করে ৮০ টাকা কেজিদরে বিক্রি করছেন।

শুধু কি তরমুজের দাম বৃদ্ধি পেয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে কলার দাম। কলার হালি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, আলাদাভাবে প্রতি কলার দাম ১৫ থেকে ২০ টাকা।

সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহর এবং বিভিন্ন বাজারে এ চিত্র দেখা যায়। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের এক ফল ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, চাহিদা অনুযায়ী তরমুজ বাজারে না থাকায় পাইকাররা তরমুজের দাম বাড়িয়েছে। আমরা পিসপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা লাভ করতে পারি। এতো দাম বাড়ার কারন কি, এ প্রশ্নের সদুত্তর নেই তার মুখ। সাংবাদিক পরিচয় না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে মাজারি সাইজের একটু তরমুজের দাম চাইলে তিনি দাম হাকলেন ১০৫০ টাকা। পরে বললেন চাইলে ৮০টাকা কেজিদরে তরমুজ নেয়া যাবে।

একই চিত্র কলার বাজারে, প্রতিটি কলার মুল্য গড়ে ১৫-থেকে ২০টাকা। কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, বিয়ানীবাজার বেশীরভাগ কলা পাহাড়ি এলাকা থেকে আসে। বড়লেখার কলার বাজার থেকে নিয়মিত ব্যবসায়ীরা কলা সংগ্রহ করেন। একছড়ি কলা এখন তিনগুন দামে সেখানেই বিক্রি হচ্ছে, একারনেই খুচরা বাজারে কলার এতো দাম।

সাধারন ভোক্তাদের দাবী, প্রশাসনের উচিত করোনাকালীন এই সময়ে যেনো ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে দ্রব্যমুল্যের দাম না বাড়ান সেদিকে নজরদারি বাড়ানো।

Back to top button