বিয়ানীবাজার সংবাদ

পুরনো রূপে ফিরছে এ শহর, ভাত পাবে নিম্ন আয়ের মানুষেরা!

মহসিন রনিঃ আবারো সেই চির চেনা শহরে রূপ নিচ্ছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার। দিনের বেলা হর্নের শব্দে যেখানে চারপাশ মুখরিত হয়ে থাকতো যেখানে রাস্তার পাশে ফুটপাতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাসরা সাজিয়ে বসে থাকতো দিনমজুররা। যেখানে মাইকের আওয়াজে বিজ্ঞাপন কিংবা বিভিন্ন বার্তা দেয়া হতো সেখানে পহেলা রমজান থেকে নীরব আর নিস্তব্ধতা বিরাজ করছিলো। সেখানে এখন সময়ের পরিক্রমায় আবারো প্রাণ ফিরে পেতে শুরু করছে, চারদিক লোকে লোকারণ্য হয়ে উঠছে দিনমজুররা সংসারের চুলো জ্বালানোর তাগিদে চাল সংগ্রহ করার সুযোগ পাচ্ছে।

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও সচেতনতা সৃষ্টি করতে সরকার ঘোষিত লকডাউনে শুরু থেকে প্রশাসনের নজরদারি প্রশংসার দাবিদার ছিল সেই সাথে নিম্ন আয়ের মানুষেরা সাথে নমনীয়তা প্রশংসার ঝুড়িকে আরো দিগুণ করেছে৷ সীমিত পরিসরে আস্তে আস্তে সরকার ব্যাবসা প্রতিষ্ঠান সহ সব কিছু খোলার সিদ্ধান্ত দিচ্ছে এতে বেজায় খুশি নিম্ন আয়ের দিনমজুররা। ঘরের চার দেয়ালে এ ক’টা দিন নিজের সাথে লড়াই করে এখনো বেচে আছে তারা, সব কিছু টিক থাকলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদের মানা কই? তবে লকডাউন একটা শিক্ষা দিয়েই যায় সঞ্চয় করলে নিশ্চিয় বিপদের আর্তচিৎকার করতে হবে না।

সরেজমিন ঘুরে দেখা যায়, লকডাউনের অন্যান্য দিনের তুলনায় এদিন স্বাস্থ্যবিধি মেনে অনেকেই সড়কে বেড়িয়েছেন প্রয়োজনীয় কাজের তাগিদে। সেই সাথে জীবিকার তাগিদে সংসারের চুলো জ্বালানোর লক্ষ্যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সড়কে বেড়িয়েছেন রিকশা চালক সহ বিভিন্ন যানবাহনের সাথে সম্পৃক্ত চালকরা। তাদের সকলের দাবি ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব কিছু খুলে দেয়া হবে।

Back to top button