লকডাউনের ৮ম দিন, দুরপাল্লার বাস ছাড়া বিয়ানীবাজারে চলছে অন্যান্য পরিবহন

বিয়ানীবাজার টাইমসঃ করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। দিন যত গড়াচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। সর্বাত্মক কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপের ১ম দিনে দুরপাল্লার গণপরিবহন ছাড়া বিয়ানীবাজারের আঞ্চলিক সড়কগুলোতে চলছে সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারিচালিত রিক্সা এবং প্রাইভেট যানবাহন।
তবে গত কয়েকদিনের ন্যায় উপজেলার বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট, তবে আগের মতো এতো কড়াকড়ি করতে দেখা যায়নি তাঁদের। সেক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ আছেন স্বস্তিতে।
বুধবার (২১ এপ্রিল) সকালে উপজেলার প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও পৌরশহরের ভেতরে যান পরিবহন ছিলো গত কয়েকদিনের ন্যায় অনেকটা স্বাভাবিক, এদিন বেশীরভাগ দোকানপাট বন্ধ থাকলেও অনেকে খুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। তবে প্রশাসনের জরিমানার ভয়ে তটস্থ থাকতে হয় তাঁদের। বেলা বাড়ার সাথে সাথে পৌরশহরের যান চলাচল এবং মানুষের চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে পড়ে।
রিক্সাচালকের সাথে কথা বলে জানা যায়, বাধ্য হয়েই তারা লকডাউন উপেক্ষা করে রিক্সা নিয়ে বের হয়েছেন তবুও আগের মতো আয় রোজগার হয়না।
গ্রাম থেকে আসা মইনুদ্দিন নামক আরেক সাধারন যাত্রী জানান, তিনি পেশায় সিএনজি চালক, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির মধ্যে সরকার ঘোষিত লকডাউনের কারনে আয় রোজগার থেকে বঞ্চিত, ৬ জনের পরিবার নিয়ে রীতিমতো কষ্টে দিনানিপাত করতে হচ্ছে। তিনি তার মতো দরিদ্র্যদের ব্যাপারে চিন্তা করে সরকার লকডাউনের পথে হাটার অনুরোধ জানান।