বিয়ানীবাজারে সকলের প্রচেষ্টায় করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব-আশিক নুর

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেছেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বিয়ানীবাজার উপজেলায় করোনার সংক্রমণ ঠেকাতে পারবো। সকলে যেন নিরাপদ থাকেন সেই জন্য আমরা মাঠে রয়েছি।
শনিবার (১৭ এপ্রিল) বিয়ানীবাজার টাইমসে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সব সময় তৎপর রয়েছি। কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হলে তাদের বুঝাচ্ছি সেই সাথে লকডাউনের নিয়ম ভঙ্গ করলে আমরা জরিমানা করছি। এতে করে কিছুটা সচেতনতার সৃষ্টি হয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত সরকারি ঘোষিত লকডাউনের সময় অনুযায়ী আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে তৃতীয় মেয়াদে সর্বাত্মক লকডাউন ঘোষনার পর থেকেই বিয়ানীবাজার পৌর শহরে প্রশাসন সহ থানা পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। সেই সাথে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে গেলে জরিমানা করা হচ্ছে।