বিয়ানীবাজার পৌর শহরে লকডাউন বাস্তবায়নে মোড়ে মোড়ে পুলিশি পাহারা

নিজস্ব প্রতিবেদক:: বিয়ানীবাজারে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। পৌর শহরে চলছে পুলিশের টহল। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। চিরচেনা ব্যস্ততম রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
সরেজমিন পৌর শহর ঘুরে দেখা যায়, বিয়ানীবাজার দক্ষিন বাজার, কলেজ রোড, পিএইচজি স্কুলের সামনে, বিয়ানীবাজার থানার নিচে ও উপজেলা পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। অপ্রয়োজনে কেউ বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। শহরের শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে নিত্যপয়োজনীয় দ্রব্যাদির দোকান। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো উপজেলায় চলছে পুলিশের কড়া পাহারা।
এই কর্মসূচি বাস্তবায়ন করতে সকাল থেকে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মেহেদি হাসানের নেতৃত্বে কাজ করছেন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, লকডাউন বাস্তবায়নে বিয়ানিবাজার থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপ্রয়োজনে কেউ বের হলে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুরো উপজেলা জুড়ে বিয়ানীবাজার থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।