বিয়ানীবাজার সংবাদ

লকডাউনের দ্বিতীয় দিনে বিয়ানীবাজারে বেড়েছে মানুষের চলাচল

জুনিয়র প্রতিবেদক:: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে তুলনামূলক শিথিলভাব দেখা গেছে। পুলিশ চেকপোস্টগুলো প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন কিছুটা নমনীয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিয়ানীবাজার পৌর শহরসহ আশপাশের বিভিন্ন সড়কে মানুষের চলাচল চোখে পড়ার মতো। মাস্ক ছাড়াও অনেককে চলাচল করতে দেখা গেছে।
বিয়ানীবাজারে প্রথম দিন যেসব চেকপোস্টে পুলিশ বেশ কঠোর মনোভাব দেখিয়ে প্রায় প্রতিটি গাড়ি আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে, আজ সেই চিত্র খুব একটা দেখা যায়নি।

সিএনজি চালিত অটোরিকশা চালক আলাই ড্রাইভার বলেন, সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয় তাকে। তাই বাধ্য হয়েই তিনি বের হয়েছেন। গাড়ি না চালালে তার পরিবারকে না খেয়েই রোজা রাখতে হবে৷।

আফছার আহমদ নামের এক তরুণ বলেন, সারা দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না৷ বাহির বের হওয়াটা নেশা হয়ে গেছে তাই বাজার ঘুরতে এসেছি।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ মাঠে রয়েছে।

 

Back to top button