মৌলভীবাজার

শ্রীমঙ্গলে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত ২৭১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শহরের করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শাহার উদ্দিন সাবু। তিনি শহরের গুহ রোডের উদ্দিন ট্রেডার্সের মালিক।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুর খবর আসে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৪ মার্চ মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। পরের দিন সিলেট ল্যাব থেকে রিপোর্ট পজিটিভ আসে।

এই পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় ঢেউ করোনায় সংক্রমিত হয়েছেন ২১ জন। তার মধ্যে মারা গেছেন ৫ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ২৭১ জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলে সর্তক ও সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। আমরা চাই সবাই স্বাস্থ্য বিধি মেনে সুস্থ থাকুন।

Back to top button