বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ। ১৩ ই এপ্রিল সুনামগঞ্জ জেলার দিরাইয়ের নিজ বাড়ি থেকে আব্দুল মজাতের ছেলে অভিযুক্ত আল আমিন (২৭) কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, অভিযুক্ত আল আমীন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের একটি বেকারিতে ৮ মাস থেকে কর্মরত রয়েছে। এরই সুবাদে সে ১০ এপ্রিল ঐ ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মধুরচকের এক ছাত্রীকে অপহরণ করে সিলেটের একটি হোস্টেলে নিয়ে ধর্ষণ করে৷
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় অপহৃতাকে উদ্ধার করে ওসিসি, সিলেটে প্রেরণ করা হয়, এবং অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।