বিয়ানীবাজার সংবাদ

লকডাউনে বিয়ানীবাজারে নেই লোকসমাগম

নিজস্ব প্রতিবেদক – সরকার ঘোষিত ১৪ই এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় বিয়ানীবাজারে সকাল থেকে যথাযথ নিয়ম মেনেই ব্যাবসা করছেন প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সহ ফার্মেসীর ব্যাবসায়ীরা। অন্যদিনের তুলনায় শহরে প্রয়োজন ছাড়া কাউকে ঘুরতে দেখা যায়নি এ ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষ মাস্ক ব্যাবহার করে চলাচল করছেন। তবে সাধারণ যানবাহন চলাচল না করলেও রিকশা চলাচল করতে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে একজনের বেশি যাত্রী নিচ্ছেননা চালকরা।

সরজমিনে দেখা যায়, বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়ক সহ দক্ষিণবাজার উত্তর বাজার, কলেজ রোড,হাসপাতাল রোড, নয়াগ্রাম রোড গুলোতে অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম নেই। এবং অপ্রয়োজনীয় যেসকল দোকান রয়েছে সেগুলো ও বন্ধ রয়েছে। এ দিকে লকডাউন সফল করতে তৎতপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, সরকার ঘোষিত ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে ঘরে থেকে করোনার এই ক্রান্তিকালে তাদের সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছে।

Back to top button