বিয়ানীবাজার সংবাদ
লকডাউনের প্রথম দিনে বিয়ানীবাজারে পুলিশের ব্যাপক তৎপরতা

জুনিয়র প্রতিবেদকঃ আজ বুধবার থেকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। সিলেট জেলার শেষ সীমানা বারইগ্রাম- বিয়ানীবাজার মহাসড়কে লকডাউনের শুরুতে আজ সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।
লকডাউনের বিধিবহির্ভূত প্রতিটি গাড়ি তারা থামিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছেন। সঠিক উত্তর দিতে না পারলে সে সমস্ত যানবাহনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তেমনি ভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে পথচারীদেরকেও।
সরেজমিন ঘুরে দেখা যায় বারইগ্রামের মহাসড়কের পাশে অপ্রয়োজনে বের হওয়ায় বেশ কয়েকটি সি এন চালিত অটোরিক্সা আটকে রাখা হয়েছে।
বিয়ানিবাজার থানার এ এস আই মোকলেছুর রহমান বলেন অপ্রয়োজনে যারা বের হয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না। শুধু মাত্র রোগি এবং জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকেই ছেড়ে দেওয়া হচ্ছে।