বিয়ানীবাজার সংবাদ

আহিয়ান মিজান টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কাল

সালমান আহমেদ জনিঃ আগামীকাল স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আহিয়ান মিজান পাওয়ার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ওরিয়ার্স ক্রিকেট ক্লাব বিয়ানীবাজারের আয়োজনে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও কোয়াব বিয়ানীবাজার এর সহযোগিতায় ৮ টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন সফল সমাপ্তির দিকে। করোনার সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে ফাইনালে গ্রীণ ষ্টার ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে টাইগার্স ক্লাব বিয়ানীবাজার। করোনার কারনে ঘরে বসে টাইমস টিভির মাধ্যমে লাইভে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

টুর্নামেন্টের চেয়ারম্যান এহসানুল ইসলাম বলেন, উভয় দলের ঢাকা ও সিলেট বিভাগের ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন জাতীয় দলের দুই একজন ক্রিকেটার খেলার কথা থাকলে করোনার কারনে তারা অংশগ্রহণ করছে না। এ ছাড়াও টাইগার্স ক্লাব ও গ্রীণ ষ্টার উভয় দলই স্থানীয় ক্রিকেটাররাদের নিয়ে চমক দেখাবে বলে মনে করছি।

ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, শাহজালাল গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নান মিন্টু সহ আরো অনেকে।

Back to top button