বিয়ানীবাজার সংবাদ
বিশেষ পুরষ্কার পেলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় মার্চ মাসে শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান সহ হত্যা মামলার আসামীকে দ্রুত গ্রেফতারের বিচক্ষণতায় বিশের পুরষ্কার দিয়েছে সিলেট জেলা পুলিশ।
আজ সোমবার ১২ এপ্রিল সিলেট জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের কাছ থেকে এই বিশেষ পুরষ্কার গ্রহণ করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ।
উল্লেখ্য, হিল্লোল রায় বিয়ানীবাজার থানায় যোগদানের পর থেকে উপজেলাকে মাদক মুক্ত, বেশ কয়েকটি হত্যা মামলার আসামীকে গ্রেফতার সহ উপজেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।