মৌলভীবাজার
মৌলভীবাজারে কয়েলের আগুনে পুড়ল ১০ লাখ টাকার মালামাল

নিউজ ডেস্ক-মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মোস্তফা বকসের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সূত্রে জানা গেছে, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে পাশের ঘরের ৪টি গরু ও ২টি ছাগল পুড়ে যায়।
ঘরের মালিক শাহেদ বকস জানান, কিভাবে আগুন লেগেছে সঠিকভাবে জানা যায়নি। আগুনে আমার ঘর ও ঘরের আসবাবপত্রসহ নগদ প্রায় এক লাখ টাকা পুড়ে গেছে।
গরুর মালিক মতছির বখস জানান, তার ২ লাখ টাকার গরু পুড়ে মরেছে।
ফায়ার সার্ভিস রাজনগর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হবে।