কমলগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অমর শর্মা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়ার শিবলাল শর্মা নামে আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় উপজেলার মাধবপুর থেকে ধলাই চা বাগানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমর ধলই চা বাগান কারখানার কর্মচারী প্রয়াত বজ্রমোহন শর্মার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর বাজার থেকে কাজ শেষে ধলাই চা বাগানে ফেরার পথে পাত্রখোলা চা বাগানের গোলঘর সংলগ্ন ধলই চা বাগানের ১ নং সেকশন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী অমর শর্মা (২৮) ও সাথে থাকা শিবলাল ভর (২৬) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মৌলভীবাজার প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অমর শর্মা মারা যায়।
অপর দিকে একই বাগানের বড়লাইন এলাকার চা শ্রমিক শ্যামনারাণ ভর এর ছেলে শিবলাল ভরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট প্রেরণ করেন। বর্তমানে সে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে নিহত ব্যক্তির মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।