বড়লেখা

বরিশাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে বড়লেখার জুঁই

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ  ফাতেমা আক্তার জুঁই। অসাধারণ প্রতিভার অধিকারী এক শিক্ষার্থীর নাম।

গ্রামের সাধারণ পরিবেশে থেকেও শুধুমাত্র নিজ প্রতিভা আর অধ্যবসায়ের কল্যাণে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে সে।

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে জুঁই। পুরো বাংলাদেশের মধ্যে সে হয়েছে ২০৩১ তম।সেই সাথে সে বরিশাল মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে।

শিক্ষার্থী হিসেবে বরাবরই জুঁই ছিল মেধাবী।২০১২ সালে ব্রাইট কেয়ার একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বৃত্তি লাভ করে।

২০১৫ সালে ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জে. এস. সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ সহ বৃত্তি লাভ করে।

একই বিদ্যালয় থেকে ২০১৮ সালে এ. এস. সি পরীক্ষায় অংশ নিয়ে যথারীতি জিপিএ- ৫ অর্জন সহ বৃত্তি লাভ করে জুঁই।

সে তার সাফল্যের ধারা অব্যাহত রাখে এইচ. এস. সি পরীক্ষায়ও। ২০২০ সালে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে অংশ গ্রহণ করে জিপিএ- ৫ অর্জন করে।

সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখলো সে।

ফাতেমা আক্তার জুঁই বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামের বদরুল ইসলাম ও সালমা বেগমের কন্যা। চার ভাই- বোনের মধ্যে সকলেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত।

Back to top button