বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু, যা করতে হবে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) থেকে সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করেন ৯০ জন ব্যাক্তি।

দ্বিতীয় ডোজের পাশাপাশি নতুন ডোজের টিকা চলবে বলে জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় নতুন আরো ২০ জন প্রথম ডোজ নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেল আলী খান চৌধুরী বলেন, প্রথম ডোজ দেয়ার দুই মাস হয়ে গেলে দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে। কিন্তু কেউ একদিন আগে আসলে তাকে দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে না। কারণ কম্পিউটারে সংরক্ষিত ডাটা নির্দিষ্ট সময়ের আগে গ্রহণ করবে না। তবে একদিন দুইদিন পরে আসলেও এক্ষেত্রে কোন সমস্যা হবে না। তিনি জানান, দ্বিতীয় ডোজের সাথে যারা প্রথম ডোজ নিতে আসছেন আমরা তাদেরকেও টিকা প্রদান করছি।

Back to top button