বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শিশু বলৎকারের অভিযোগে আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার শিশু বলৎকারের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আটক ব্যাক্তি সালেহ আহমদ (৫০), উপজেলার শেওলা ইউনিয়নের মেওয়া গ্রামের মৃত কুটি মিয়ার পুত্র।  মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে শেওলা এলাকা থেকে আটক করে পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৭ মার্চ দুপুরে ভিক্টিম শিশুকে শেওলা এলাকার মাঠে একা পেয়ে অভিযুক্ত সালেহ এবং আরেক অভিযুক্ত নজমুল হোসেনকে (৫০) সাথে নিয়ে ১১ বছরের শিশুটিকে বলৎকার করে এবং শিশুটিকে ভয়ভীতি দেখালে সে এব্যাপারে কাউকে কিছু জানায়নি।

পরে সে অসুস্থ হলে বিষয়টি ভিক্টিমের পরিবার টের পায় এবং মঙ্গলবার (৬ এপ্রিল) জিজ্ঞাসাবাদে সে বলৎকারের ঘটনা প্রকাশ করে। ঘটনা জানার পর ভিক্টিমের পিতা বিয়ানীবাজার থানায় দুইজনকে আসামী করে মামলা করেন। অভিযোগ পেয়ে এইদিন রাতেই পুলিশ মুল অভিযুক্তকে আটক করে, এবং অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চালায়।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, এই ঘটনায় মুল অভিযুক্তকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Back to top button