বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অসহায় বৃদ্ধের পাশে লিভ এ লেগেসি প্রজেক্ট

নিজস্ব প্রতিবেদক-” লিভ এ লেগেসি প্রজেক্ট ” গত কয়েক বছর থেকে পুরো সিলেট জুড়ে অসহায় দরিদ্রদের শেষ আশ্রয়ের আরেক নাম। নানা সময় শীত বস্ত্র থেকে শুরু করে টিবওয়েল সহ বিভিন্ন ভাবে সাহায্য করে প্রশংসা কুড়িয়েছে তারা। এবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদে অসহায় এক বৃদ্ধকে ইলেকট্রনিকস পণ্য, আসবাবপত্র রমজানের খাবার ও ঈদের কাপড় সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছে।

গতকাল মঙ্গলবার কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান জুনেদ এ সব উপহার সামগ্রি অসহায় বৃদ্ধের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচি হিসেবে প্রবাসী দাতা সদস্যদের সহযোগিতায় পুরো সিলেট জুড়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি এরই ধারাবাহিকতা আমরা সকলের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

Back to top button