বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জোরপূর্বক তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই (আপডেট)

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে দক্ষিণ ঠিকরপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাহাদুরপুর গ্রামের ছইদ আলীর ছেলে ফয়ছল আহমদ পেটলা (৩০) ও আব্দুল খালিকের ছেলে মিশুক আহমদ (২৮) কে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১০ঃ৩০ মিনিটে ১২ বছর বয়সী তরুনীকে একা পেয়ে গনধর্ষণ করে। পরে ধর্ষনের শিকার ঐ তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন মেয়ের মা। জ্ঞান ফিরলে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদি হাসান বলেন, আমরা খবর পেয়ে গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার করি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় বাদি হয়ে মেয়ের বাবা ইসমাইল আহমেদ একটি মামলা দায়ের করেন।

Back to top button