বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা, মাথায় ঋণের বোঝা

মহসিন রনি- লকডাউন শব্দটির সাথে এক বছর আগে যখন কেউ পরিচিত ছিলনা তখন এতো ভয়ও ছিলনা, তবে অদৃশ্য করোনা ভাইরাস মহামারীতে বাঙালী এই নতুন শব্দটির সাথে পরিচিত হয়। লকডাউন কারো জন্য আরাম আয়েশের মাধ্যম হলেও কারো রাতের ঘুম হারামেরও কারণ বটে। বলা হয়ে থাকে যত আয় তত ব্যয় আর দ্বিতীয় ধাপে লকডাউনে বেশিব্যয় করা মানুষ গুলো সবচেয়ে বিপদে পড়েছেন। বলছি ব্যাবসায়ীদের কথা গত বছর দোকান বন্ধ রেখে ভাড়া সহ বিদুৎ বিল দিতে হয়েছে সেই সাথে প্রতিবছর রমজানের ঈদে ব্যাবসা আশানুরূপ না হওয়াতে এ বছর ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখেন প্রবাসী অধ্যুষিত এই উপজেলার ব্যাবসায়ীরা। লকডাউনে সব কিছু খোলা থাকলেও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সিলেট সহ সারা দেশে ক্ষুব্ধ ব্যাবসায়ীরা।

আক্ষেপ আর হতাশা নিয়ে এবার ও যদি লকডাউনের সময় সীমা বাড়ানো হয় তাহলে হয়তো কপাল পুড়তে পারে ঋণ নিয়ে ব্যাবসায় নামা ব্যাবসায়ীদের। পৌরশহরে অবস্থিত আব্দুস ছাত্তার শপিং কমপ্লেক্স, আল-আমীন সুপার মার্কেট, জামান প্লাজা,আজির প্লাজা সহ বেশ কয়েকটি মার্কেট বন্ধ রয়েছে। কয়েকশো দোকানের সাথে কয়েক হাজার মানুষের পরিবার সম্পৃক্ত রয়েছে।

জামান প্লাজার আবরণী বস্ত্র বিতানের স্বত্তাধিকারী আজহারুল ইসলাম বলেন, গত বছর আমরা আমাদের ক্ষতি পোষাতে পারিনি এ বছর ভেবেছিলাম কিছুটা মাথা তুলে দাড়াতে পারবো তবে সরকারের এমন সিদ্ধান্তে আমার হতাশ। আমরা চাই সীমিত পরিসরে আমাদের ব্যাবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।

ছাত্তার মার্কেটের বিউটি বস্ত্র বিতানের পরিচালক তারেক আহমদ বলেন, সব কিছুই খোলা আছে আমাদের ব্যাবসা প্রতিষ্ঠান বাদ দিয়ে। সরকারের কাছে আমাদের আবেদন আমারা স্বাস্থ্যবিধি মেনে ব্যাবসা করবো আমাদের অনুমতি দিন। না হলে এবারকার ক্ষতি পোষানো সম্ভব হবে না।

Back to top button