বিয়ানীবাজার সংবাদ

সুনসান নীরবতায় বিয়ানীবাজারে লকডাউনের প্রথম রাত

মহসিন রনিঃ ২০২০ সালের এপ্রিল মাস থেকে প্রায় দেড়মাসের বেশি সময় লকডাউন ছিল বাংলাদেশে। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার সব সময় করোনার ঝুঁকিপুর্ণ উপজেলা হওয়াতে পুরো সিলেটের সবার কপালে চিন্তার ভাঁজ ছিল এই উপজেলাটি। তখন সাতশোর বেশি প্রবাসী বিয়ানীবাজার এসেছিল। এক বছর যেতে না যেতে ২০২১ সালের এপ্রিল মাসে করোনার রোগী সর্বোচ্চ হারে বাড়ায় সরকার আবারো লকডাউন ঘোষণা করায় রাতের বেলা সুনসান নীরবতা বিরাজ করছে পুরো শহর জুড়ে। সন্ধার আগ থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দোকান গুলো বন্ধ করতে বিয়ানীবাজার থানা পুলিশের ভুমিকা ছিল প্রশংসনীয়।

সরেজমিনে দেখা যায়, সন্ধার পর থেকেই ব্যাবসায়ীরা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দোকানপাট লাগিয়ে দেন। তবে যে সকল ব্যাবসায়ীরা লুকিয়ে খোলা রেখেছিলেন পুলিশের অবিরামহীন টহলে তারা বন্ধ করে দিয়েছেন।

তবে রাতের বেকা সুনসান নীরবতা বিরাজ করলেও দিনের বেলা কে শুনে কার কথা। মাস্ক ব্যাবহারে উদাসীনতা রয়েছে এ উপজেলার ৪০ শতাংশ মানুষের মধ্যে সেই সাথে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানতে ও নারাজ তারা। সোমবার সারাদিন বিয়ানীবাজার উপজেলা প্রশাসনকে মাঠে দেখা যায় এ সময় স্বাস্থ্যবিধি ও মাস্ক না ব্যবহার করায় অনেককে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলা সহ মাস্ক ব্যাবহার এবং অপ্রয়োজনীয় যেসকল দোকান সেগুলো বন্ধ করা হয় সে বিষয়ে আমরা মাঠে রয়েছি।

Back to top button