জুড়ী

জুড়ীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর

করোনার প্রকোপ সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে।করোনার সংক্রমন রোধে মৌলভীবাজার জেলার জুড়ীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থান রয়েছে। সোমবার (৫ এপ্রিল ) লকডাউন বাস্তবায়নে জুড়ীতে ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে দন্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক মোবাইল কোর্টে ৫ জনকে মোট ৩২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম মোবাইল কোর্টে লকডাউন বাস্তবায়নে ৫ জনকে ৩২০০ টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরোও বলেন, স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে ও লকডাউন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Back to top button