লকডাউন বাস্তবায়নে এ্যাকশনে বিয়ানীবাজার থানা পুলিশ

জুনিয়র প্রতিবেদকঃ লকডাউনের প্রথম দিনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে বিয়ানীবাজার থানা পুলিশ। করোনা প্রাদুর্ভাব এর জন্য আজ ৫ এপ্রিল সোমবার থেকে টানা সাত দিন লকডাউন থাকবে।
সরেজমিনে সকালের শুরু থেকে বিয়ানীবাজারের বারইগ্রামে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাব ইন্সপেক্টর অঞ্জন কুমার দেব এর নেতৃত্বে বারইগ্রাম মহাসড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।
অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়ার কয়েকটি সি এন জি আটকে রাখা হয় বারইগ্রাম মহাসড়কে৷ অপ্রোয়জনে বের হওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া হবে কি না এই প্রশ্নের জবাবে সাব ইন্সপেক্টর অঞ্জন কুমার দেব বলেন প্রথম দিন হিসেবে আমরা তাদের সচেতন করছি৷ বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিচ্ছে৷ তারপরও আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
উল্লেখ্য যে রোগিদের গাড়ি শুধুমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় আর কোন গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে না৷
পুলিশ বলছে মানুষের সচেতনতার কোন বিকল্প নেই৷ করোনা পরিস্থিতি অবনতি হওয়ার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে