বিয়ানীবাজার সংবাদ

লকডাউনে বিয়ানীবাজারে ব্যাংক লেনদেন মাত্র আড়াই ঘন্টা!

বিয়ানীবাজার টাইমসঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এ পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

লকডাউনের সাতদিন দেশের তফসিলি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বে। অর্থাৎ, লেনদেন হবে আড়াই ঘণ্টা, আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

রোববার ব্যাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিয়ানীবাজারে অবস্থিত ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর চৌধুরী জানান, তিনিও শুনেছেন করোনাকালীন সময়ে সীমিত পরিসরে লেনদেন করা হবে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নির্দেশ আসেনি।

Back to top button