জুড়ী

জুড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী থেকে মাদকসহ পেশাদার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. আশরাফ উদ্দিন চৌধুরী (২৬) জুড়ী উপজেলার বটনীঘাট এলাকার মো. আলাউদ্দিন চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। তিনি জানান, বুধবার রাত পৌনে ৯টায় জুড়ির ৬নং জায়ফরনগরের ভোগতেরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Back to top button