বড়লেখা

বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭

বড়লেখা প্রতিনিধিঃ সারাদেশে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম সহ অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ।

রবিবার দুপুরে পৌর শহরের দক্ষিনবাজারের সিঙ্গার শো-রুমের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশের নেত্বৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বড়লেখা উপজেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদল। মিছিলটি শুরু হয়ে নুরজাহান শপিং কমপ্লেক্সের সামনে আসলে মিছিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়, অভিযোগ দলটির।

এসময় বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, যুবদল নেতা জিয়া উদ্দিন, যুবদল নেতা ফয়ছল আহমদ, অলিন আহমদ, সেচ্ছাসেবকদল নেতা শরিফ উদ্দিন ইমন, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, সবুর আহমদ আহত হয়েছেন।

একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আব্দুল কাদির পলাশ বলেন, দেশের মানুষ বর্তমান অবৈধ সরকারের নিপীড়নে অতিষ্ঠ। আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ এসে বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নগ্ন হামলা করেছে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক রতন দেবনাথ মিছেলে লাটিচার্জের অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির মিছিলে পুলিশের পক্ষ থেকে লাটিচার্জ করা হয়নি।

Back to top button