বিয়ানীবাজার সংবাদ

হেফাজতের হরতাল, বিয়ানীবাজারে যানচলাচল স্বাভাবিক, পুলিশের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক: হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে বিয়ানীবাজার পৌর শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই সড়কে যানচলাচল করছে। কোথাও কোন ধরনের পিকেটিং এর খবর পাওয়া যায়নি।

পৌর শহরের বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, স্বাভাবিক নিয়মে গাড়ি চলাচল করছে। সকালে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।

তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এদিকে নাশকতা ঠেকাতে পৌর এলাকার প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। তবে, এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি

Back to top button