স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিয়ানীবাজারে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

বিয়ানীবাজার টাইমসঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিয়ানীবাজারে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’’ পালন শুরু হয়েছে।
একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৬ মার্চ) ভোরে বিভিন্ন শ্রেণি-পেশার ভিড় জমান পৌরসভা এলাকার শহীদ টিলা এলাকার শহীদ স্মৃতিসৌধে।
শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নুর।
এরপর একে একে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করেন বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, সিলেট জেলা আওয়ামীলীগ, বিয়ানীবাজার প্রেস ক্লাবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।