বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জনতার টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

বিয়ানীবাজার টাইমসঃ দুই বছর পাড়ি দিয়ে তৃতীয় বছরে পদার্পন উপলক্ষ্যে ২য় বর্ষপূর্তি পালন করেছে পূর্ব সিলেটের অন্যতম আইপিটিভি জনতার টিভি।

গতকাল বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বর্ণিল আয়োজনের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে আবৃতি সংগঠন মুক্তাক্ষর নয়াগ্রাম শাখার শিল্পীরা।

জনতার টিভির সংবাদ পাঠিকা জয়শ্রী চন্দ ঝুমার সুললিত কন্ঠের সঞ্চালনায় ম্যানেজিং ডিরেক্টর, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও জনতার টিভির চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, সিলেট জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিত, বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান, প্রেরণা যুবচক্রের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম, শিক্ষক নেতা ফয়জুল হক, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, ব্যবসায়ী আব্দুল করিম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাহেল আহমদ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রউফ সুমন।

বার্তা সম্পাদক সুয়াইবুর রহমান স্বপনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু তাহের রাজু ও জনতার টিভির প্রতিবেদক নির্ঝর ভট্টাচার্য।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম, আবৃতি সংগঠক বিমল কর, সম্ভবনা পত্রিকার সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার মাছুম আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিম উদ্দিন আরিফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলা শাখার শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন পদকর, প্রবাসী কমিউনিটি নেতা ওয়াহিদুর রহমান সাকেল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমদ নাসির, যুবলীগ নেতা রুমেল আহমদ, এবি টিভির প্রতিবেদক কাজী ফাইম আহমদ ও ফাইম আহমদ তাছিম।

বক্তারা জনতার কথা বলে স্লোগানে শুরু হওয়া জনতার টিভির ভুয়সী প্রশংসা করে বলেন, এহসান খোকন ও আহমেদ শাহেদের নের্তৃত্বে একঝাক তরুন সংবাদকর্মী সামাজিক যোগাযোগ নির্ভর এই অনলাইন টিভির মাধ্যমে জনগনের দুর্ভোগ এবং বাংলাদেশের উন্নয়ন, ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরছে যা প্রশংসার দাবী রাখে। আগামীতে তারা তাদের এই অগ্রযাত্রাকে ধরে রাখবে তারা আশা প্রকাশ করেন।

পরে, জনতার টিভির পক্ষ থেকে শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক, শ্রেষ্ঠ আলোর পথের মানুষ ও তরুণ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর কেক কেটে জনতার টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Back to top button