বড়লেখা

বড়লেখায় ৩ দিন ব্যাপি প্রাণের বই মেলা কাল

আশফাক জুনেদ, বড়লেখা ::: মৌলভীবাজারের প্রান্তিক একটি উপজেলা বড়লেখা। আগর আতর আর সারি সারি চা বাগান বেষ্টিত অনিন্দ্য সুন্দর এই উপজেলার খ্যাতি জগৎ জুড়ে। এখানকার হাকালুকি হাওর আর মাধবকুন্ডের জলকেলিতে বিমুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। সীমান্তবর্তী এই উপজেলায় প্রাকৃতিক সম্পদে ভরপুর আর বিশাল মনের অধিকারী সব মানুষ থাকলেও এখানে বইপ্রেমি মানুষের সংখ্যা তুলনামুলক কম। আর এই বই পাঠকের অভাব ঘোচাতে আর মানুষকে বইমুখি করতে গত দুই বারের ন্যায় চমৎকার আয়োজন করেছে নজরুল একাডেমি বড়লেখা।‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে তারা আয়োজন করেছে ৩ দিন ব্যাপি বই মেলার। প্রান্তিক একটি উপজেলায় ৩ দিন ব্যাপি বই মেলা হবে, ভাবা যায়! এবারই প্রথম নয়, অন্যবছর একদিনের মেলা হলেও এবার তিনদিনের বইমেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ ঘঠিকা থেকে শুরু হচ্ছে প্রাণের সেই বই মেলা। ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আয়োজক কমিটি সুত্রে জানা গেছে, নজরুল একাডেমি বড়লেখা’র আয়োজনে তৃতীয়বারের মতো এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে তিন দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে । স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে আগামি শনিবার (২৭ মার্চ) পর্যন্ত। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায়, বইমেলা উপলক্ষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, উন্মুক্ত আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদারবাহিনীর হাতে নির্মমভাবে নিহত তিন শহীদকে মরণোত্তর সম্মাননাসহ আট জনকে সম্মাননা প্রদান করা হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বইমেলা আয়োজক কমিটির আহবায়ক জুনেদ রায়হান রিপন বলেন, বড়লেখার মানুষকে বই মুখি করতে আমরা এবারে তিনদিন ব্যাপি বই মেলার আয়োজন করেছি। গত দুই বার একদিন করে মেলার আয়োজন করলেও এবারে বৃহৎ পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। আমরা আশা করবো বড়লেখার মানুষ বই মেলায় আসবে। সকলের উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে উঠবে।

তিনি মেলায় আগত দর্শনার্থীদের মাস্ক পরিধান করে আসার জন্য এবং মেলায় এসে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

Back to top button