জুড়ী

জুড়ী সীমান্তে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্তে নিহত বাংলাদেশীর মরদেহ ঘটনার তিনদিন পর সোমবার বিকেলে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এরপর নিহতের পরিবারের কাছে আব্দুল মোমেন বাপ্পার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

বিজিবি ফুলতলা ক্যাম্প জানায়, বিএসএফ-বিজিবি একাধিক বৈঠকের পর আনুষ্টনিকতা শেষে আজ সোমবার বিকেল পনে পাঁচটার দিকে বটুলী সীমান্তে বিএসএফ বটুলী গ্রামের আব্দুল মোমেন বাপ্পার মরদেহ হস্তান্তর করেছে। এসময় ফুলতলা ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার ,জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীসহ বিজিবি ৫২ ক্যাম্প ও জুড়ী থানার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর নিহতের পরিবারের কাছে বাপ্পার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী মরদেহ হস্তান্তরের সত্যতা জানিয়ে বলেন আজ বিকেল ৫টার দিকে বটুলী গ্রামে আব্দুল মোমেন বাপ্পার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯ মার্চ (শুক্রবার) রাতে কোন এক সময় বটুলি সিমান্তে ভারতীয় অংশে কয়েক জন বাংলাদেশী অবৈধ্য ভাবে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে সবাই পালিয়ে আসলেও আব্দুল মোমেন বাপ্পা নামের বাংলাদেশী মারা যান।

Back to top button