বিয়ানীবাজারে কলোনীতে অগ্নিকান্ড, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে অগ্নিকান্ডে একটি কলোনীর ১৩টি ঘর পুড়ে গেছে। রবিবার ভোরে পৌর এলাকার নয়াগ্রামের ইজ্জত আলীর কলোনীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হননি।
প্রাথমিক তদন্তে কলোনীতে সংযোগকৃত বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন তারা। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া কলোনী স্থানীয় কাউন্সিলরদের নিয়ে পরিদর্শন করেছেন পৌরমেয়র আব্দুশ শুকুর।
স্থানীয়রা জানান, ভোরে কলোনীতে আগুন দেখে বসবাসরত বাসিন্দারা চিৎকার-চেচামেচি শুরু করলে আশেপাশের মানুষ এগিয়ে আসেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাহায্য নিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ফায়ার লিডার মহরম আলী জানান, র্ঘটনায় ওই কলোনির ১৩টি টিনশেডের ঘরসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আমরা ৩০ লক্ষাধিক টাকা মালামাল উদ্ধার করতে সমর্থ হয়েছি। পাশাপাশি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় আশপাশের বাড়িগুলোও রক্ষা পেয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, কলোনিতে সংযোগরত বৈদ্যুতিক মিটার থেকে এই অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত হয়েছে।