বিয়ানীবাজার টাইমসের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার রাতে স্বাস্থ্যবিধি মেনে পোর্টালের কার্যালয়ে কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
সীমিত পরিসরে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোর্টালের প্রধান সম্পাদক এম হাসানুল হক উজ্জল, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমদ, আইটি কো-অর্ডিনেটর ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক আশফাক জুনেদ, নিজস্ব ফটোগ্রাফার সালমান মুকাদ্দির ও জুুবায়ের আহমদ প্রমুখ।
বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমদ বলেন, ২০১৫ সালের এই দিনে বিয়ানীবাজার টাইমস যাত্রা শুরু করেছিলো। হাটি হাটি পা পা করে আজ বিয়ানীবাজার টাইমস অর্ধ যুগ পার করছে। এবারে বিশাল আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার ইচ্ছা থাকলেও করোনার কারণে সীমিত পরিসরে করতে হচ্ছে। তাই সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, দীর্ঘ এই পথচলায় যারা আমাদের সমর্থন দিয়েছেন, সাহস যোগিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
অনুষ্ঠানে প্রধান সম্পাদক এম হাসানুল হক উজ্জল বলেন, বিয়ানীবাজার টাইমস শ্রমজীবী, শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে সময় কথা বলেছে এবং বলে যাচ্ছে। বিয়ানীবাজার টাইমসের যাত্রা লগ্নে বিভিন্ন মানুষ নানা ভাবে সমালোচনা করেছে কিন্তু আমরা সেদিকে দৃষ্টিপাত না করে আমাদের ধারাবাহিতা অব্যাহত রেখে গেছি।
তিনি শুরু থেকে এখন পর্যন্ত বিয়ানীবাজার টাইমসের সাথে থাকার জন্য সকল পাঠক লেখক ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।