নানা আয়োজনে বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন

বিয়ানীবাজার টাইমসঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাব। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং প্রধান আলোচক ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম পল্লব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালি জাতি স্বাধীনতা পেত না, স্বাধীন বাংলাদেশ পেত না। বঙ্গবন্ধুর সব আন্দোলনের একটিই উদ্দেশ্য ছিল। আর তা হচ্ছে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা। বাঙালি জাতির জাতিসত্ত্বার ওপর যখনই আঘাত এসেছে তখনই বঙ্গবন্ধু প্রতিবাদমুখর হয়ে সেই আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
প্রধান আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর। যেখানেই অন্যায় অবিচার ছিল সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন। অধিকারহারা বাঙালি জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দুয়ারে পৌঁছে যাচ্ছে, যার সিংহভাগই এখন বিশ্বের দরবারে দৃশ্যমান।
প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু তাহের রাজুর সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সুরমান উদ্দিন, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাহেল আহমদ ও সাধারণ সম্পাদক রিপন পদকর, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রউফ সুমন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা ও শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনু, বিয়ানীবাজার উপজেলা পরিবেশক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছফর উদ্দিন, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ নাসির, ফ্রান্স প্রবাসী আলীম উদ্দিন সুমন, নবউদ্দাম মিডিয়া গ্রুপের পরিচালক ওয়াহিদুর রহমান সাকিল, যুবলীগ নেতা আশীষ চক্রবর্তী, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ফয়জুল হক শিমুল, সহ সভাপতি আহমেদ সাহেদ, সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিম উদ্দিন আরিফ, কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, বিয়ানীবাজার বার্তার নিজস্ব প্রতিবেদক জয়নুল ইসলাম, সংস্কৃতিকর্মী এবাদুর রহমান সোহেল, ছাত্রনেতা সিদ্দিক আহমদ, নাদিম আহমদ, সংবাদকর্মী শহিদুর রহমান, সাহেদ আহমদ, সামাদ আহমদ চৌধুরী, নাহিদুর রহমান, মুরাদ খান, আবুল হাসনাত রাফি, কাজী ফাহিম আহমদ, ফাইম আহমদ তাছিম, সালমান মুক্তাদির প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষক মাওলানা মো. কামাল হোসেন আল মথহূরী।
এর আগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিয়ানীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।