বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে জাতির পিতার জন্মদিন উদযাপিত

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। আজ বুধবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পনের মাধ্যমে কার্যক্রমের সুচনা করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও প্রশাসন।
এরপর একে একে পুষ্পস্থবক অর্পন করেন বিয়ানীবাজার পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার থানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিয়ানীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সহকারি কমিশনার (ভূমি) মুশফিকীন নূরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার পৌরসভার মো. আব্দুস শুকুর, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা ও সাবেক সহ সভাপতি হারুন হেলাল, সাবেক সাংগঠনিক আহমদ হোসেন বাবুল, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান, সুরমান আলী, আলমগীর হোসেন রুনু প্রমুখ।