গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ৩, গাঁজা উদ্ধার

নিউজ ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে গাঁজাসহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান চৌধুরীর ছেলে ফাহিম আহমদ চৌধুরী (২৮), ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে সুমন আহমদ সাজু (৩২) ও পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে জহির উদ্দিন (৩৮)।

সুমন আহমদ সুজার বিরুদ্ধে মাদকসহ গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৭) দায়ের করা হয়েছে।

Back to top button