১০ হাজার টাকা পাওয়ার গুজবে বিয়ানীবাজার সরকারি কলেজে কয়েক হাজার শিক্ষার্থীর ভিড়

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দেয়া হবে এমন খবরে গত শনিবার থেকে বিয়ানীবাজার সরকারি কলেজ এবং আশেপাশের লাইব্রেরিতে ভিড় করছেন হাজার হাজার শিক্ষার্থী। করোনার বিশেষ সহায়তার আবেদনের শেষ তারিখ ৭ মার্চ এরকম একটি নোটিশের প্রেক্ষিতে কলেজে এসেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে অনলাইনে আবেদন করতে লাগবে কলেজের প্রত্যয়ন পত্র, সেই প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে কলেজে ভিড় করেছেন কয়েক হাজার শিক্ষার্থী। অনেকেই শনিবার প্রত্যয়ন পত্র নেয়ার কপি জমা দিয়েছেন সেটি নিতে এসেছেন। তবে টাকা কিভাবে কিসের ভিত্তিতে পাবেন এই সম্পর্কে ধারনা নেই শিক্ষার্থীদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাউশির বাজেট শাখা থেকে ১৮ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে কত টাকার অনুদান দেওয়া হবে তা উল্লেখ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের মাউশির ওয়েবসাইটে আবেদন ফরম অপশনে ক্লিক করে আবেদন করতে বলা হয়েছে। এদিকে মাউশির বিজ্ঞপ্তিতে অনুদানের টাকার পরিমাণ উল্লেখ না থাকলেও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাউশি থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ছড়িয়ে পড়েছে। এই অনুদানের টাকা পাওয়ার জন্য করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা বিয়ানীবাজার সরকারি কলেজে শনিবার থেকেই প্রত্যয়নপত্র নেওয়ার জন্য ভিড় করেছে হাজার হাজার শিক্ষার্থী।
সরেজমিনে বিয়ানীবাজার সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,মাধ্যমিক স্তরে ৫ হাজার, উচ্চ মাধ্যমিক স্তরে ৮ হাজার এবং উচ্চ মাধ্যমিক স্তরে ১০ হাজার করে শিক্ষার্থীরা পাবেন বলে জেনে তারা আবেদনের জন্য কলেজে ভিড় করেছেন। এই খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ভাইরাল হয়ে যায়। এরপর শনিবার সকাল থেকেই ভিড় জমতে থাকে।
এ বিষয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী রুজি জানান, তিনি কলেজের ফেসবুক পেইজে আর্থিক অনুদান বিষয়ে আবেদন করার জন্য জানানো হয়। খবর পেয়ে তিনি নিজে শনিবার এসে প্রত্যয়ন প্ত্রের জন্য কলেজে আবেদন করেন, রবিবার এসে প্রত্যয়ন পত্র নিয়ে আবেদন করবেন।
আরেক শিক্ষার্থী ঝুমা বলেন, ১০ হাজার টাকা পাওয়া যাবে এমন খবরে তিনি প্রথমে কলেজের সামনে থাকা দোকানে যান, সেখান থেকে কলেজে এসেছেন প্রত্যয়ন নিতে। তিন ঘন্টা থেকে কলেজে বসে আছেন প্রত্যয়ন নেয়ার আশায়। তবে টাকা পাওয়ার সত্যতা কতটুকু এব্যাপারে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।
বিয়ানীবাজার সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে বিশেষ অনুদানের অংশ হিসাবে শিক্ষক- কর্মচারি – শিক্ষার্থী আর্থিক সাহায্যের জন্য অনলাইনে সরকারের কাছে আবেদন করার নির্দেশনা রয়েছে। আবেদনের ক্ষেত্রে কলেজের প্রত্যয়ন পত্র লাগছে তাই শিক্ষার্থীরা ভিড় করেছেন।
এদিকে, অনুদান নিয়ে প্রতারণা এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা জারি করেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সর্তকতামূলক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারের দেয়া বিশেষ অনুদান প্রদানের নামে অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্র ভিন্ন ভিন্ন মোবাইল ফোন থেকে জাতীয় পরিচয়পত্র, বিকাশ নম্বর ও গোপন পিন ইত্যাদি চাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে ফোনগুলো করা হচ্ছে বলে জানা গেছে।