বিয়ানীবাজারে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী
নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলার পৌর শহরে মশার উৎপাতে দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছেন সাধারণ মানুষ। বিশেষ করে শীতের বিদায় বেলায় হঠাৎ করে পৌর শহরে মশার উৎপাত বেড়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খোলা ড্রেন কিংবা যেখানে সেখানে বর্জ ফেলার কারনে দিন দিন মশার উপদ্রব বাড়ছে বলে মনে করছেন সচেতন মানুষেরা। এ ছাড়াও মশা নিধন অভিযান পরিচালনা হলেও অভিযোগ স্থানীয়দের অভিযোগ রয়েছে ঠিক জায়গায় মেডিসিন মারা হয়না শুধু বাড়ির বাইরে দিয়েই পৌর সভার কর্মীরা চলে যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ময়লার ভাগাড় এবং ড্রেনের উপর ঢাকনা না থাকার ফলে আবর্জনা জমে প্রতিদিন মশা জন্ম নিচ্ছে। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শককালে প্রতিবেদকের চোখ পড়ে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার ফলে মশার উৎপাত বাড়ছে।
মিনা বেগম নামের পৌর শহরের এক বাসিন্দা বলেন, বছরের শুরু থেকে আমাদের পৌর শহরে মশার উৎপাত বেড়েছে। দিনের বেলা থেকে রাতের বেলা ও রেহাই পাওয়া যায় না। শুনেছি বাজারে পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের মেডিসিন মারা হয়েছে তবে ছয় মাস থেকে আমাদের এখানে মেডিসিন মারা হয়নি যার ফলে মশার উৎপাত বাড়ছে। আহমেদ দিদার নামের এক ব্যাবসায়ী বলেন, দিনের বেলায় দোকানে বসা যায়না ইদানীং মশার কামড়ে প্রায় অতিষ্ঠ হয়েগেছি। সচেতনতার পাশাপাশি পৌরসভার মশা নিধন অভিযান যদি অব্যাহত থাকে তাহলে আমরা উপকৃত হব।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান বলেন, মশার কামড় থেকে ডেঙ্গু,ম্যালেরিয়া,চিকনগুনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেশে ঝুঁকিপূর্ন এই রোগে অনেক মানুষের মৃত্যু ও হয়। সকলের উচিত সচেতন থাকা এবং বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।