বড়লেখায় বিষপানে তরুণের আত্মহত্যা

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় বিষ পান করে মো.মুমিনুল ইসলাম (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে বিষ পান করে সে। পরে তাকে প্রথমে পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত খাত্তান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে বিষ পান করে আমিনুল। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে সিলেট কোতোয়ালী থানায় ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বাদ এশা নামাজের জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খুরশেদ আলম আত্মহত্যার কথা নিশ্চিত করে বলেন, বিষ পান করে মুমিনুল ইসলাম নামের এক তরুণ আত্মহত্যা করেছে। সিলেট কোতোয়ালী থানায় ময়না তদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে।