বিয়ানীবাজারে ঝরে পড়ছে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা

মহসিন রনিঃ দীর্ঘ দিন বিয়ানীবাজার উপজেলার সব’কটি বিদ্যালয় বন্ধ থাকার কারনে স্কুলে গিয়ে বর্ণমালা শেখার বদলে উল্টো ঝরে পড়ছে এই উপজেলার কয়েক হাজার শিক্ষার্থী। করোনার সূচনা লগ্ন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে এই উপজেলায় স্কুলগামী শিক্ষার্থীরা পথ হারিয়ে নানা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখছে। তবে করোনার সার্বিক দিক বিবেচনা করে এক দল শিক্ষক প্রাথমিক পর্যায় অনলাইন পাঠদান কার্যক্রম হাতে নিলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি কিংবা সাড়া পাননি। বিগত বছর গুলোর তুলনায় এ উপজেলায়র প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে, কিংবা যে সকল ছাত্র বিদ্যালয়ে যাওয়া আসা করতো তারাও অভাব অনটনে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে কাজে ব্যাস্ত হয়ে পড়েছে।
বিয়ানীবাজার পৌর শহরে একটি হোটেলে কাজ করা আকিব ( ছদ্মনাম) ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা থাকলেও নানা সমস্যা ও করোনার ছোবলে প্রায় এক বছর পিছিয়ে যায়। আর্থিক সংকট থাকার কারনে পরিবারের আয়ের উৎস হিসেবে সে এখন একটি হোটেলে কাজ করছে। আবেগ আর বাস্তবতা মেলাতে গিয়ে হাজারো আকিব এভাবেই শিক্ষা থেকে দূরে সরে যায়।
বিয়ানীবাজার অনলাইন প্রাইমারি স্কুলের সমন্বয়ক শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, করোনা কালে আমরা কয়েকজন শিক্ষক মিলে অত্র উপজেলার শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে অনলাইন পাঠদান কার্যক্রম চালু করি। তবে ধারাবাহিকতার অভাবে সাময়িক বন্ধ আছে তবে আমরা আবার একটি সভার আয়োজন করে আবারও চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিবো।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিন বলেন, করোনার মহামারিরতে দেশের শিক্ষা ব্যাবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ঝরে পড়ার হার বেড়েছে। তবে সমাজের দায়বদ্ধতা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে হবে। এ ছাড়া করোনার সময়ে যারা তাদের সন্তানদের পড়া লেখা বাদ দিয়ে নানা কাজে পাঠিয়েছেন তাদের বুঝিয়ে এ সব শিক্ষা বঞ্চিত শিশুদের স্কুলে নিয়ে আসতে হবে।
বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া বলেন, সরকার ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে তবে যেহেতু করোনার দকল কাটিয়ে স্কুল খোলার খুব কাছাকাছি এ ক্ষেত্রে মনে করছি স্কুল খুললে ঝরে পড়ার সংখ্যাটা কমবে।