বড়লেখা

বড়লেখায় জেলা প্রশাসকের খাসিয়া পুঞ্জি পরিদর্শন

আব্দুর রব-পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ প্রত্যেক ক্ষেত্রের জীবন মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে।

সেই নির্দেশনা মোতাবেক সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের জেলা প্রাশাসক মো. মীর নাহিদ আহসান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা খাসিয়া পানপুঞ্জি পরিদর্শনকালে পুঞ্জির বাসিন্দাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বেরেঙ্গা পান পুঞ্জির বাসিন্দারা তাদের পূর্বপুরুষের ভিটেমাটিতে তাদের ভুমির অধিকার নিশ্চিত, পুঞ্জিতে একটি করে সরকারী প্রাইমারী স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ও স্থানীয় যুবসংগঠনের নামে একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার দাবী তুলেন। এসব দাবীর জবাবে জেলা প্রশাসক পর্যায়ক্রমে সবগুলো দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।

পুঞ্জি প্রধান (মন্ত্রী) অলমি পতামের সভাপতিত্বে ও স্ট্রেফানিয়া ছেল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, ইউপি মেম্বার মখলিছুর রহমান বটল প্রমুখ।

মতবিনিময় শেষে আদিবাসী শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Back to top button