নাইজেরিয়ায় হোস্টেল থেকে কয়েকশ ছা’ত্রী অ’পহৃত

নাইজেরিয়ার জামফারা প্রদেশের একটি স্কুল হোস্টেল থেকে কয়েক’শ ছা’ত্রীকে অ’পহ’রণ করেছে ব’ন্দুকধারীরা। একজন শিক্ষক এবং একজন অ’ভিভাবক জানিয়েছেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গণঅ’পহ’রণের এটি দ্বিতীয় ঘটনা। প্রদেশটির তথ্য কমিশনার সুলায়মান তানাউ আনকা রয়টার্সকে বলেছেন, ‘ঠিক কত বাচ্চাকে তুলে নেওয়া হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
‘অ’জ্ঞাত ব’ন্দুকধারীরা গু’লি করতে করতে হোস্টেলে ঢুকে মে’য়েদের নিয়ে যায়,’ জানিয়ে আনকা বলেন, ‘তারা গাড়িতে এসেছিল বলে তথ্য পেয়েছি। নিরাপত্তাকর্মীরা তল্লা’শি চালাচ্ছেন।’
নিজের নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানিয়েছেন, ‘কমপক্ষে ৩০০ মে’য়েকে তুলে নেওয়া হয়েছে।’
এক অ’ভিভাবক জানিয়েছেন, তার দুই মে’য়েকে খুঁজে পাচ্ছেন না। তাদের বয়স ১০ এবং ১৩।
স্থানীয়দের উদ্ধৃত করে আল-জাজিরা লিখেছে, ব’ন্দুকধারীরা রাতে বালিকা বিদ্যালয়টির হোস্টেলে হানা দেয়। কয়েক ঘণ্টা ধরে তারা তল্লা’শি চালিয়ে মে’য়েদের তুলে নেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন সংগঠন অ’পহ’রণের দায় স্বীকার করেনি।
গত সপ্তাহে একইভাবে ব’ন্দুকধারীরা ৪২ জনকে হ’ত্যা করে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী ছিলেন। গত ডিসেম্বরে অ’পহ’রণ করা হয় ৩০০ ছাত্রকে। পরে সরকার অ’পহ’রণকারীদের সঙ্গে আপস করে তাদের মুক্তির ব্যবস্থা করে।