বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারে বিদেশী মদসহ জালাল উদ্দিন জলাই (৫৫) নামক এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।সোমবার ভোরে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার দুবাগ বাজারের একটি ফার্মেসির সামনে থেকে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সে উপজেলার গজুকাটা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।